ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় আরব আমিরাতের অংশগ্রহণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫

প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় আরব আমিরাতের অংশগ্রহণ

ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় আরব আমিরাতের প্রতিনিধিত্ব করবেন মরিয়ম মোহামেদ

ইতিহাসে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি অংশ নিতে যাচ্ছে বিশ্বখ্যাত ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায়। দেশটির প্রতিনিধিত্ব করবেন ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আসরে তাঁকে দেখা যাবে বিশ্বের অন্যান্য ১৩০ দেশের প্রতিযোগীর সঙ্গে।

রবিবার প্রকাশিত আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল-এর এক প্রতিবেদনে জানানো হয়, মরিয়মকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ইউনিভার্স ইউএই ২০২৫’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের পাক ক্রেত শহরে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা।

নিজের নির্বাচিত হওয়ার পর মরিয়ম বলেন,

“এই খেতাব অর্জন আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এটি শুধু আমার নয়—এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা সংযুক্ত আরব আমিরাতকে নিজের ঘর মনে করে।”

তিনি আরও বলেন,

“আমি এমন সব নারীর কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মবিশ্বাসী। ‘মিস ইউনিভার্স ইউএই’ কেবল সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি ইতিবাচক প্রভাব সৃষ্টির একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম।”

যদিও মরিয়ম হচ্ছেন প্রথম আমিরাতি নাগরিক যিনি সরাসরি ইউএই-এর প্রতিনিধিত্ব করছেন, এর আগে অ্যামিলিয়া ডোব্রেভা নামের এক মডেল ইউএই-এর হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে তিনি জন্মসূত্রে কসোভোর নাগরিক ছিলেন এবং দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের সূত্রে ইউএই-এর প্রতিনিধিত্বের সুযোগ পান।

এই প্রথমবারের মতো আরব আমিরাতের একজন প্রকৃত নাগরিকের অংশগ্রহণে, দেশের নারীশক্তি ও বৈচিত্র্যের নতুন অধ্যায় শুরু হলো বলে মন্তব্য করেছে দেশটির গণমাধ্যম।

আমার ক্যাম্পাস

Link copied!