ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

বিবিধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

ছবিঃ সংগৃহীত

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে পারিবারিক বিরোধের অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে তারা দুজনই তালাক ও পারিবারিক ইস্যুর নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু ত্বহা তার স্ট্যাটাসে লেখেন, “উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শরিয়াহ মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে, আলহামদুলিল্লাহ।”

তিনি জানান, মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে তিনি প্রাক্তন স্ত্রীকে খুলা তালাকের প্রস্তাব দেন এবং সাবিকুন নাহার তা গ্রহণ করেন। ফলে তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। তিনি আরও জানান, বিয়ের সম্পূর্ণ মোহরআনা পূর্বেই পরিশোধ করা হয়েছিল এবং কোনো দেনা-পাওনা বাকি নেই।

আবু ত্বহা লিখেছেন, সাবিকুন নাহার গত বছর মিরপুরের “Taw Haa Zin Nurain Islamic Center”–এর উন্নয়ন প্রকল্পে প্রায় আট ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ধার হিসেবে দিয়েছিলেন। ওলামায়ে মাজলিস এই অর্থ পরিশোধের সময়সীমা নির্ধারণ করেছেন, এবং উভয় পক্ষ তা মেনে নিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।”

তিনি আরও অনুরোধ করেন, কেউ যেন এই বিষয়ে আর কোনো গুজব বা অপবাদ না ছড়ায় এবং বাচ্চাদের বিষয়েও শরিয়াহসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ফয়সালা হয়েছে।

অন্যদিকে, সাবিকুন নাহার তার স্ট্যাটাসে লেখেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে।”

তিনি আরও লেখেন, “এই প্রক্রিয়ায় আমার দ্বারা যত গুনাহ হয়ে থাকুক না কেন, আমি আল্লাহর দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। আমি নিজেও এ বিষয়ে আর কোনো কথা বলব না, এবং সবাইকে অনুরোধ করছি এই ইস্যু নিয়ে আর আলোচনা বা সমালোচনায় লিপ্ত না হতে।”

সবশেষে সাবিকুন নাহার গণমাধ্যমের উদ্দেশে বলেন, “আমার পারিবারিক আলোচনাসংবলিত প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য আমি সব মিডিয়াকে অনুরোধ করছি। আল্লাহর ওয়াস্তে, পরকালের স্বার্থে দয়া করে এগুলো সরিয়ে ফেলুন।”

আমার ক্যাম্পাস

Link copied!