আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন তার স্ত্রী সাবিকুন নাহার সারাহ। শনিবার (১১ অক্টোবর) তার ফেসবুক আইডি থেকে একটি লম্বা পোস্টে তিনি আবু ত্বহা মোহাম্মদ আদনানের একটি এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমের প্রসঙ্গ তুলে ধরেন। পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়ে প্রায় ১৫ হাজার কমেন্ট এবং পাঁচ হাজারের কাছাকাছি শেয়ার পেয়েছে।
সাবিকুন নাহার লিখেছেন, পূর্বের পোস্ট শোধরানোর আশায় ডিলিট করলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। তিনি জানিয়েছেন, “উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না।”
তিনি আরও বলেন, “হতে পারে আমার সত্য প্রকাশের ফলে সবাই সচেতন হবেন এবং তিনি প্রকৃত অর্থে দ্বীনের কাজে উপকারে আসবেন। আমি নানাভাবে আক্রমণের শিকার হয়েছি, এবং আরও হবো, জানি। আমি স্বার্থান্বেষী বা নেইম-ফেম বিলাসী নই।”
ফেসবুক পোস্টে সাবিকুন নাহার উল্লেখ করেন, আবু ত্বহা মোহাম্মদ আদনান তার ১৫ বছর আগে কলেজ লাইফের প্রিয়তমা জারিন জেবিন নামের এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমে মগ্ন। তিনি দাবি করেন, বিভিন্ন ক্লাস এবং আয়োজনের নামে এয়ার হোস্টেসের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ও সময় কাটানো হয়। সাবিকুন নাহার লিখেছেন, “যে কো-এডুকেশন শিক্ষার বিরোধিতা তাঁর জবানে, অথচ তার প্রতিষ্ঠানগুলোতে নারী-পুরুষের অবাধ মেলামেশার আয়োজন চলে। বিভিন্ন কোর্সের ক্লাসের নামে মেয়েদের সঙ্গে সরাসরি বসা এবং আলোচনা করা হয়।”
তিনি আরও উল্লেখ করেন, এয়ার হোস্টেস জারিন জেবিনের সঙ্গে সম্পর্ক স্থাপনের আগে আবু ত্বহা মোহাম্মদ আদনান রংপুরের আরেক মেয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যিনি একজন আলেমার ছাত্রী ছিলেন। এই সম্পর্কেও তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন।
সাবিকুন নাহার লিখেছেন, মানসিক ও শারীরিকভাবে ফিট না থাকার কারণে এবারের অনলাইন তালিম স্থগিত করা হয়েছে। তবে তিনি জানিয়েছেন, আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তালিম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এই পোস্টের মাধ্যমে সাবিকুন নাহার ফের আবু ত্বহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বিস্তৃত অভিযোগ উত্থাপন করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :