ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

বিবিধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর তালিকায় আবারও জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে বেলা ১১টার দিকে বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ১৩২, যা ‘অস্বাস্থ্যকর’ মানের হিসেবে বিবেচিত। এই স্কোর নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান অষ্টম স্থানে।

তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার একিউআই স্কোর ১৯৪। এরপর যথাক্রমে দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৭৪) এবং তৃতীয় স্থানে বাহরাইনের মানামা (১৭৩)।

বায়ুর মান নির্ধারণে একিউআই সূচক পাঁচটি প্রধান দূষণ উপাদানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়—অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫ ও পিএম ১০), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) এবং ওজোন (O₃)।

বিশেষজ্ঞদের মতে, ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে শহরের বাতাস সবচেয়ে বেশি দূষিত থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে কিছুটা উন্নতি দেখা যায়। এ ছাড়া সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের মোট বায়ুদূষণের প্রায় ৩৫ শতাংশই প্রতিবেশী দেশগুলো থেকে আসে, যা আন্তঃদেশীয় দূষণ হিসেবে পরিচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ বিভিন্ন শ্বাসযন্ত্র ও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই বাস্তবতায় ঢাকার ক্রমবর্ধমান বায়ুদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!