ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চবিতে আন্তর্জাতিক কনফারেন্স: উদ্ভাবনী ভাবনা ও প্রযুক্তির মেলবন্ধন

চবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫

ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চবিতে আন্তর্জাতিক কনফারেন্স: উদ্ভাবনী ভাবনা ও প্রযুক্তির মেলবন্ধন

ছবি: আমার ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সেজেছে এক ভিন্ন রূপে, কারণ আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আন্তর্জাতিক কনফারেন্স, যা ব্যবসার ভবিষ্যৎ নিয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে। “দি ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি” শিরোনামের এই দু'দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান গবেষকরা একত্রিত হচ্ছেন। আজ(১০ সেপ্টেম্বর)  দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।


​ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ-এর তত্ত্বাবধানে আয়োজিত এই কনফারেন্সের মূল লক্ষ্য, ব্যবসার দুনিয়ায় চলমান পরিবর্তনগুলো নিয়ে গভীর আলোচনা করা। প্রাথমিকভাবে ২১২টি গবেষণাপত্র জমা পড়েছিল, যার মধ্য থেকে ১১০টি প্রবন্ধকে চূড়ান্তভাবে উপস্থাপনের জন্য নির্বাচিত করা হয়েছে।


​কনফারেন্সে সরাসরি উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও ভারতের  ১০-১৫ জন শীর্ষস্থানীয় গবেষক। এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, যুক্তরাজ্য ও উজবেকিস্তানের মতো দেশ থেকেও গবেষকরা অনলাইনে নিজেদের গবেষণাপার্ক উপস্থাপন করবেন। দেশীয় ২৫০ জন গবেষকের উপস্থিতিতে এই সম্মেলন জ্ঞানের আদান-প্রদানের এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে।


​সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অধ্যাপক ড. নোমান কে. সাউজো।


​কনফারেন্সকে সফল করতে ১৯ সদস্যের একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কর্পোরেট প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে, যা দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রদান করা হবে।


​চবি এমবিএ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাণিজ্য, পাঠ, টেক্সটাইল, এভিয়েশন ও ট্যুরিজম মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী।


​এই সম্মেলনটি নিঃসন্দেহে ব্যবসার দুনিয়ায় উদ্ভাবন, প্রযুক্তি এবং স্থায়িত্ব নিয়ে নতুন ভাবনা যোগাবে, যা আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা দেবে।
 

আমার ক্যাম্পাস/মাহমুদা মতিন মিনা

Link copied!