ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটারদের লাইনের সামনে দাঁড়িয়ে প্রচারণা চালাতে দেখা যায় ছাত্রদলের এক নেতাকে। পরে কেন্দ্রের দায়িত্বশীলরা তাকে সরিয়ে দেন।
সরেজমিনে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তাদের পাশে থেকেই প্রার্থীদের সমর্থকরা কার্ড ও লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করছিলেন। একপর্যায়ে কর্তৃপক্ষ এসে তাদের সরিয়ে নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা চালানো যাবে না। নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের আহ্বায়ক আবিদ হাসান স্বীকার করে বলেন, “নিয়মের বাইরে গিয়ে প্রচার করেছি। প্রক্টর স্যাররা বলার সাথে সাথেই থেমে যাই। উত্তেজনার কারণে ভুল হয়েছে, আর হবে না।”
ভোট শুরুর পর থেকেই ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। ফলে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হচ্ছে।
আপনার মতামত লিখুন :