ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে হঠাৎ করে প্রার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে উঠলে প্রক্টরিয়াল টিম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
সরেজমিনে দেখা যায়, কয়েকজন প্রার্থী ভোটারদের লাইনে গিয়ে ভোট চাইছিলেন। এ নিয়ে অপর পক্ষের আপত্তি ওঠে। তবে অভিযুক্ত প্রার্থীদের দাবি, তারা কেন্দ্র থেকে ১০০ গজ দূরে ভোট চাইছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, কেন্দ্রের ১০০ মিটারের ভেতরে প্রচারণা চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কেন্দ্রটিতে শিক্ষার্থীদের লাইনে শৃঙ্খলা ভঙ্গের ঘটনাও ঘটে। অনেক ভোটার নিয়ম মেনে লাইনে না দাঁড়ানোয় বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় কর্তৃপক্ষ ভোটারদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালটে ভোট দিতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে একজন ভোটারকে ছয় পাতার ব্যালটে ভোট প্রদান করতে হচ্ছে।
ডাকসুর মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদে প্রতিটি হলে ১৩টি করে পদে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সেখানে ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে একজন ভোটারকে এবার মোট ৪১টি ভোট দিতে হচ্ছে।
আপনার মতামত লিখুন :