ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা–২০২৪ এর ফল প্রকাশ: ঢাকা পলিটেকনিকে পাশের হার ৪৪.৬৬%

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা–২০২৪ এর ফল প্রকাশ: ঢাকা পলিটেকনিকে পাশের হার ৪৪.৬৬%

ছবিঃ আমার ক্যাম্পাস

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের (জুলাই–আগস্ট, ২০২৫ খ্রি.) অনুষ্ঠিত পরীক্ষা–২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মোট পাশের হার ৪৪.৬৬%। প্রতিষ্ঠানটিতে মোট ৯,০০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪,০২০ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৪,৯৮১ জন।

পর্বভিত্তিক ফলাফলে দেখা যায়, ১ম পর্বে পাশের হার ৩৩.৮%, মোট পরীক্ষার্থী ছিল ২,৩৩২ জন, এর মধ্যে উত্তীর্ণ ৭৮৮ জন ও অনুত্তীর্ণ ১,৫৪৪ জন। ৩য় পর্বে পাশের হার ৩২.৯%, পরীক্ষার্থী ২,২০৪ জন, উত্তীর্ণ ৭২৬ জন ও অনুত্তীর্ণ ১,৪৭৮ জন। ৫ম পর্বে পাশের হার ৪৬.৬%, মোট পরীক্ষার্থী ১,৯০৪ জন, উত্তীর্ণ ৮৮৭ জন ও অনুত্তীর্ণ ১,০১৭ জন। আর ৭ম পর্বে পাশের হার সবচেয়ে বেশি ৬৬.৩%, মোট পরীক্ষার্থী ১,৮৪৩ জন, উত্তীর্ণ ১,২২২ জন ও অনুত্তীর্ণ ৬২১ জন।

এবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সর্বোচ্চ GPA ৪.০০ অর্জন করেছে মোট ১৩ জন শিক্ষার্থী—এর মধ্যে ১ম পর্বে ২ জন, ৩য় পর্বে ২ জন, ৫ম পর্বে ২ জন এবং ৭ম পর্বে ৭ জন।

অন্যদিকে, সারাদেশের সামগ্রিক ফলাফলে গড় পাশের হার ৩৯.২%। মোট ১,৯৬,১৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬,৯৭১ জন উত্তীর্ণ হয়েছে এবং ১,১৯,১৭০ জন অনুত্তীর্ণ হয়েছে। জাতীয় পরিসংখ্যান অনুযায়ী ১ম পর্বে পাশের হার ২৬.৮%, ৩য় পর্বে ২৯.৯%, ৫ম পর্বে ৩৮.৩% এবং ৭ম পর্বে ৬২.০%।

উল্লেখ্য, সারাদেশে এবার মোট ৪৪২ জন শিক্ষার্থী পেয়েছে GPA ৪.০০—এর মধ্যে ১ম পর্বে ৫১ জন, ৩য় পর্বে ১২২ জন, ৫ম পর্বে ৭৮ জন এবং ৭ম পর্বে ১৯১ জন।

বি:দ্র: এ বছর ১ম সেমিস্টারের Mathematics–1 বিষয়ে ৩৩,৭১৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যা সার্বিক পাশের হারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে জানা গেছে।

আমার ক্যাম্পাস/আরমান খান ছামির

Link copied!