শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ করে দিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কৃষি অনুষদ আয়োজন করেছে বিষয়ভিত্তিক ফিল্ড ভিজিট।
সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানে অনুষ্ঠিত এই ফিল্ড ভিজিটে নেতৃত্ব দেন কৃষি অনুষদের সহকারী অধ্যাপক মাহমুদা উম্মে রায়হান। এতে অংশ নেয় অনুষদটির ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি অনুষদের সিনিয়র লেকচারার লাবনী ইয়াসমিন। শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন উডি প্ল্যান্ট প্রজাতির উদ্ভিদ, বনজ বৃক্ষের সংরক্ষণ ব্যবস্থা এবং অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের ব্যবহারিক প্রয়োগ প্রত্যক্ষ করেন।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের ফিল্ড ভিজিট তাদের বইয়ের বাইরের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সরাসরি শেখার সুযোগ তৈরি করে দিচ্ছে। এতে শেখার আগ্রহ বাড়ছে এবং ভবিষ্যতে প্রতিটি কোর্সে নিয়মিত এমন আয়োজনের আহ্বান জানান তারা।
সহকারী অধ্যাপক মাহমুদা উম্মে রায়হান বলেন, “ফিল্ড ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমের তাত্ত্বিক জ্ঞান মাঠ পর্যায়ে প্রয়োগের সুযোগ পাচ্ছে। তারা সরাসরি দেখছে, শুনছে ও শিখছে—যা তাদের বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।”

আপনার মতামত লিখুন :