ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫

ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ছবিঃ আমার ক্যাম্পাস

গাজীপুরে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক ১৩ বছরের শিশু ধর্ষণ, টঙ্গিতে মসজিদ থেকে ইমামকে গুম এবং চট্রগ্রামে এডভোকেট আলিফ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। 

সোমবার (২৭ই অক্টোবর) দুপুর ১১ ঘটিকায় ক্যাম্পাসের দক্ষিণ গেট বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বুটেক্স এরিয়া ও সাতরাস্তা প্রদক্ষিণ করে মেধা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

এসময় শিক্ষার্থীরা ‘ইসকন তুই জঙ্গি, ফ্যাসিবাদের সঙ্গী; ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ব্যান ব্যান ব্যান কর, ইসকনকে ব্যান কর’, ‘ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ‘তিতুমীরের বাংলায়, ইসকনের ঠাঁই নেই’, ‘শাহজালালের বাংলায়, ইসকানের ঠাঁই নেই’ ইত্যাদি স্লোগান দেন। 

সমাবেশে কেমিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী বিপুল হোসেন বলেন, ‘বাংলাদেশে ইসকন হিন্দুত্ববাদী কার্ড খেলে পুরো দেশ অশান্ত করার পায়তারা করছে। তারা আমাদের ভাই আইনজীবী আলিফকে প্রকাশ্যে হত্যা করেছে। বিশ্বের অনেক দেশেই ইসকন নিষিদ্ধ আছে। তাহলে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে বাধা কোথায়? আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসকন শুধু মুসলিম না তারা হিন্দুদেরও শত্রু, তারা মানবতার শত্রু। আমরা অবিলম্বে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা চাই।’ 

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী আইমান হোসেন বলেন, ‘আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পর ইন্টেরিম সরকার সব ধরনের জঙ্গি কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করবে। কিন্তু আমরা দেখছি তারা সেটি করতে ব্যার্থ হয়েছে। ইসকন তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ আছে। কিন্তু আমাদের দেশে বিগত সময় দেশ বিরোধী ষড়যন্ত্রে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগীতা করা হয়েছে। বর্তমানেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইসকন একটা জঙ্গি সংগঠন। সুতরাং আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।’

শিক্ষার্থী আরাফাত হোসেন রাফি বলেন, ‘ইসকন এমন একটি সংগঠন যারা আমেরিকার আদালতে চার’শর ওপরে শিশুদের যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। হিন্দুদের ভেতরেও তারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এছাড়াও তারা পূর্বে সিলেটে একজন ইমামকে হত্যা করেছে। চিম্ময় এর আগে একবার বলেছিল ‘আওয়ামিলীগের আন্দোলন মানে ইসকনের আন্দোলন’। মুসলিম দেশের পাশাপাশি অনেক অমুসলিম দেশেও ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে এবং অনেক দেশে তারা নজরদারিতে আছে। সুতরাং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই ইন্টেরিমকে আইন করে ইসকন নিষিদ্ধ করতে হবে'। 

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল টি সমাপ্ত করা হয়।

আমার ক্যাম্পাস/আরমান খান ছামির

Link copied!