ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জবি ছাত্রদলের উদ্যোগে ‍‍`ডিপ্রেশন ও আত্মহত্যা প্রতিরোধ" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

জবি ছাত্রদলের উদ্যোগে ‍‍`ডিপ্রেশন ও আত্মহত্যা প্রতিরোধ

ছবিঃ আমার ক্যাম্পাস

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খানের উদ্যোগে  ডিপ্রেশন ও আত্মহত্যা প্রতিরোধ" বিষয়ক সেমিনার  বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে সকাল ১০:৩০ ঘটিকায় এ সেমিনার আরাম্ভ হয়। এ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন (সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি, জবি), 
অনুষ্ঠানে সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদা হাবিবা(যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটি এবং সদস্য বিএনপি মিডিয়া সেল)।  অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন আবু বকর খান, (আহ্বায়ক সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল)

সেমিনারে মাহমুদা হাবিবা বলেন, "আমাদের ২০ কোটি মানুষের এ দেশে যেখানে সাধারণ স্বাস্হ্যসেবা পাওয়া দূরহ,সেখানে একজন সাইকোলজিস্ট এর শরণাপন্ন হওয়া এতোটা সহজ নয় এবং এটি ব্যয়বহুল, তাই আমাদের নিজেদেরকে নিজের জায়গায় কনসার্ন হতে হবে যে কিভাবে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায,সর্বপ্রথম আমাদের কাছের বন্ধুদের সাথে কস্টের কথা শেয়ার করতে হবে, তবেই আমরা এটি রিকোভার করতে পারবো,আমাদের পাশের জনের খোঁজ খবর রাখতে হবে যেনো তারা কোনো কারণে এই সুইসাইডের মতো সাংঘাতিক ব্যাধির মতো কোনো এটেম্পট না নেয়।


আবু বকর খান (আহবায়ক সদস্য, জবি ছাত্রদল) বলেন," বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা শিক্ষার্থীবান্ধব কাজে নিজেদের প্রমাণ করেছে।  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর থেকে হাজারো সমস্যা নিয়ে  ডিপ্রেশনে ভোগে ,শেষে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয়।সেই প্রবণতা প্রতিরোধে আমার এই সেমিনার কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করি।  ভবিষ্যতে শিক্ষার্থী চাহিদা মোতাবেক এই রকম কাজ আরও করতে চাই এবং শিক্ষার্থী দের পাশে থাকতে চাই"

সেমিনারে আরো উপস্হিত ছিলেন সেশন এক্সপার্ট  মো: বদিরুজ্জামান সুমন (ক্লিনিকাল সাইকোলোজিস্ট, প্যানেল সাইকোলোজিস্ট, নেক), বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মেহেদী হাসান হিমেল (আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল)।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন,  শামসুল আরেফিন (সদস্য সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল), মাহাবুব নাহিদ রাজনৈতিক বিশ্লেষক ও লেখক, মাহাদী-উল-মোর্শেদ গবেষক ও চেয়ারম্যান, নেক)

সেমিনারে উপস্থিত এক শিক্ষার্থী জানায়, " আমরা পরিবার ছেড়ে এ শহরে অনেক কস্টে দিন কাটাই,কিন্তু আমরা এখানে কাউকে সহজে আপন করে নিতে পারিনা ,নানান জটিলতায় দিন কাটাতে হয় আমাদের।
এ ধরণের সেমিনারে আমরা অনেক কিছু শিখতে পারি  এবং ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারি। এমন শিক্ষাবান্ধব সেমিনার আমাদের জন্য খুবই হেল্পফুল,আমি চাইবো প্রতিটা রাজনৈতিক দল এমন শিক্ষার্থী বান্ধব কর্মসূচির আয়োজন যেন করে '

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!