ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লেও, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছেন।
দেলোয়ার হোসেন জানিয়েছেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের শ্লোগান বা মিছিল করা যাবে না। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, “আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আপনি এখানে শান্তিপূর্ণভাবে সহবস্থান করেছেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, শ্লোগান দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা স্পষ্ট।”
ডাকসু নির্বাচন চলাকালীন সারাদিন নানা কেন্দ্র থেকে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রার্থী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এজেন্ট ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। শামসুন নাহার হল, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ একাধিক স্থানে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অনিয়ম প্রতিরোধের ঘোষণা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :