জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদে যাবে কি না—তা পুরোপুরি বিএনপির অবস্থানের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (২ নভেম্বর) রাতে এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্তগুলো, বিশেষ করে সংসদে অংশগ্রহণের প্রশ্নে, বিএনপির সঙ্গে তাদের সম্পর্কই এখন মূল নির্ধারক।”
নুরের ভাষায়, “তারা সংসদে যাবে কি না, এমপি হিসেবে শপথ নেবে কি না—সবই বিএনপির পদক্ষেপের ওপর নির্ভর করছে। কিন্তু বিএনপির নেতাদের নিয়ে যেভাবে তারা প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করছে, তাতে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে সমঝোতার সুযোগ কতটা থাকবে, সেটা এখন বড় প্রশ্ন।”
তিনি আরও বলেন, “একদিকে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে নেতাদের বাসায় যান, ব্যক্তিগত যোগাযোগ বজায় রাখেন; আবার অন্যদিকে গণমাধ্যমে এসে ভিন্ন সুরে কথা বলেন—এতে তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।”
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, ডিসেম্বরেই তফসিল ঘোষণা করা হবে। আর গণভোট ও নির্বাচন একইসঙ্গে অনুষ্ঠিত হওয়ার দিকেই সব দলের ঐকমত্য রয়েছে। তাই এসব নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”

              
                            
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :