অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে আলোচনা করে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছে। সম্ভাব্য দ্রুত সময়ে—পরবর্তী এক সপ্তাহের মধ্যে—এ ধরনের দিকনির্দেশনা প্রদান করলে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হবে বলে উল্লেখ করা হয়েছে।
সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় জাতীয় ঐক্যমত কমিশনের প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। সভায় কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়, কারণ তারা বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই জাতীয় সনদে (সংবিধান সংস্কার) উল্লেখিত কিছু সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবৈষম্য রয়েছে। এছাড়া গণভোটের সময় ও বিষয়বস্তু নির্ধারণে পার্থক্য দেখা দিয়েছে। তাই ঐক্যমত কমিশনের প্রস্তাবনার আলোকে এসব বিষয়ে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
উপদেষ্টা পরিষদের সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র দলগুলোকে স্বতঃস্ফূর্তভাবে আলাপ-আলোচনা করে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়। প্রেস উইং জানায়, “বর্তমান পরিস্থিতিতে দেরি করার কোনো সুযোগ নেই, তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি।”
সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।

              
                            
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :