ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

দুর্নীতি বন্ধে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার ‘অভিনব উদ্যোগ’

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫

দুর্নীতি বন্ধে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার ‘অভিনব উদ্যোগ’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া অফিসে ফাইল চলাচল ও সময়নিষ্ঠা নিশ্চিত করে দুর্নীতি বন্ধে একটি অভিনব পদ্ধতি চালু করেছেন।

দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি ফাইলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি ও সময় উল্লেখ থাকে—কোন কর্মকর্তা কতক্ষণ বিলম্ব করে স্বাক্ষর করলেন এবং কেন বিলম্ব হলো, তা এই পদ্ধতির মাধ্যমে স্পষ্টভাবে জানা যায়। ফলে এখন কর্মকর্তারা সময়মতো ফাইল স্বাক্ষর করছেন, অযথা ফেলে রাখছেন না। এতে অফিসে অনিয়ম অনেকটাই কমে এসেছে এবং অধিকাংশ ফাইলিংয়ের কাজ দিনের মধ্যেই সম্পন্ন হচ্ছে। ফলে প্রশাসনিক কার্যক্রম দ্রুত শেষ হচ্ছে এবং সেবাগ্রহীতারা দুর্ভোগ ও হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন। আগে যেখানে ফাইল দিনের পর দিন পড়ে থাকত, এখন সেই অবস্থার পরিবর্তন হওয়ায় সেবা নিতে আসা সবাই সন্তুষ্ট। এর ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হচ্ছে।

এলজিইডি ঢাকা জেলার বাস্তব উন্নয়ন কার্যক্রমের সুফলও স্থানীয়ভাবে পাওয়া যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং এলজিইডি ঢাকা জেলার বাস্তবায়নে বর্তমান নির্বাহী প্রকৌশলী দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকার দুই সিটিতে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়ের উপস্থিতিতে ছয়তলা দৃষ্টিনন্দন এই ভবনগুলোর উদ্বোধন শেষে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে আরও ২২টি বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ করে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এতে শত শত কোমলমতি শিক্ষার্থী নতুন ও আধুনিক পরিবেশে পাঠদানের সুযোগ পাবে, ফলে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৭ সালের মধ্যেই ঢাকা জেলায় মোট ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে একই ধাঁচের ভবন নির্মাণ সম্পন্ন হবে।

এছাড়া টঙ্গী–আশুলিয়া অঞ্চলের কামারপাড়া প্রত্যাশা ব্রিজ এবং নবাবগঞ্জের বান্দুরা ব্রিজ প্রায় সমাপ্তির পথে। এগুলো চালু হলে স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি দূর হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন। ধামরাই–সোয়াপুর ডিসি থেকে সাভার বাজার পর্যন্ত ১৫.৭ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন খানাখন্দে ভরা ছিল; বর্তমানে সেটি পাকা হয়ে সাধারণ মানুষের যাত্রা অনেক সহজ ও নিরাপদ হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার গুরুত্ব বিবেচনা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা ও সচিব মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় ছোট-বড় বহু উন্নয়ন প্রকল্প এখন এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

নিজের রাজনৈতিক পটভূমি ও কর্মজীবন সম্পর্কে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া বলেন, ‘ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আমাকে অন্যায়ভাবে বিভাগীয় মামলা, ডাম্পিং পোস্টিং এবং ওএসডি করে নানা হয়রানির মুখে পড়তে হয়েছে। তবুও দমে যাইনি। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আজ এই দায়িত্বে আছি। কর্তৃপক্ষ যতদিন চাইবে, আমি আপসহীনভাবে আমার দায়িত্ব পালন করে যাব। কোনো চাপের কাছে নতি স্বীকার করব না।’

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু লাইসেন্সবিহীন ঠিকাদার অনৈতিকভাবে কাজ পাওয়ার প্রস্তাব দেন। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় কয়েকজন ভুয়া ঠিকাদার ও স্বার্থান্বেষী মহল একসঙ্গে তাকে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বাচ্চু মিয়া বলেন, ‘আমি দমে যাওয়ার পাত্র নই। ষড়যন্ত্র উপেক্ষা করে সততা ও দায়িত্ববোধ নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাব। আমাদের কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণে আমরা অটল।’

আমার ক্যাম্পাস

Link copied!