“আমি আসলেই কি পূজা চেরী?”
দুর্গোৎসবের আনন্দে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হাজির হয়েছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পূজা চেরী। লাল-সাদা শাড়িতে সাজা সেই মুহূর্তগুলো উপভোগ করেছেন তিনি, সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
অভিনেত্রী জানান, এবারের উৎসব ঢাকাতেই কাটছে। অষ্টমী থেকেই তার পূজার আমেজ শুরু হয়। ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের সঙ্গে সময় কাটিয়ে তিনি বলেছেন, “কেউ সেলফি তুলতে এগিয়ে আসছিলেন, আবার কেউ কেবল দূর থেকে তাকিয়ে ছিলেন। অনেকের চোখেমুখে এমন সংশয় ছিল, আমি আসলেই কি পূজা চেরী!”
এই ভিন্ন অভিজ্ঞতাকে আনন্দদায়ক উল্লেখ করে পূজা বলেন, দশমীতেও তিনি রাজধানীর কয়েকটি মণ্ডপে যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে উৎসবের আনন্দে থেকেও মাকে ভীষণ মিস করছেন তিনি। “মা থাকলে পূজা আরও অন্য রকম হতো,” আবেগ নিয়ে জানান অভিনেত্রী।
খুলনায় জন্ম নেওয়া পূজা বেড়ে উঠেছেন ঢাকার হাজারীবাগে। শৈশবের দুর্গোৎসবের স্মৃতি মনে করতে গিয়ে তিনি বলেন, ছোটবেলায় তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াতেন। আত্মীয়স্বজনের সঙ্গে উৎসবের আড্ডা, পথে পথে খাবার, আর শেষে মায়ের হাতের রান্না—সব মিলিয়ে শৈশবের পূজার দিনগুলো তার কাছে এখনো অমূল্য স্মৃতি।
আপনার মতামত লিখুন :