বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোন কক্সবাজারের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল দ্য কক্স টুডে এবং দেশের প্রথম চেইন লাক্সারি তিন তারকা ব্র্যান্ড ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্ট–এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) চুক্তি স্বাক্ষর করেন গ্রামীণফোনের পক্ষ থেকে স্বাক্ষর করেন মিস মুনিয়া গণি (হেড অব পার্টনারশিপ) এবং মহিউদ্দিন খান খোকন (ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং)।
চুক্তির আওতায় এখন থেকে গ্রামীণফোন জিপি স্টার গ্রাহকেরা দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এতে অতিথিদের আতিথেয়তা ও সেবায় যুক্ত হবে নতুন মাত্রা, যা স্মার্ট পর্যটন অভিজ্ঞতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোন, দ্য কক্স টুডে এবং ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টের উর্ধ্বতন কর্মকর্তারা।

ডি’মোর হোটেল ব্র্যান্ডের স্বপ্নদ্রষ্টা ও পর্যটন উদ্যোক্তা মহিউদ্দিন খান খোকন বলেন, ‘আমরা সব সময় অতিথিদের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেবার মান, নিরাপত্তা ও খাদ্যের মানে কখনো আপস করি না। দেশের শীর্ষ মোবাইল অপারেটরের সঙ্গে এ চুক্তি আমাদের অতিথিদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনবে।’
তিনি আরও বলেন, ‘গ্রামীণফোন তাদের গ্রাহকদের সুযোগ-সুবিধায় যতটা সচেতন, আমরা ততটাই নিবেদিত পর্যটন খাতের মানোন্নয়নে। এই অংশীদারত্বের ফলে জিপি স্টার গ্রাহকেরা ঐতিহ্যবাহী কক্স টুডে ও চেইন ব্র্যান্ড ডি’মোর হোটেলে বিলাসবহুল আতিথেয়তা উপভোগ করবেন বিশেষ ছাড়ে।’
বর্তমানে ডি’মোর হোটেল ব্র্যান্ড ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটাসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে হোটেল ও রিসোর্ট পরিচালনা করছে, যা দেশের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :