জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের আবেদন ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভর্তি কার্যক্রম সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আবেদন চলবে আগামী ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
এতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমে যারা মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি কিংবা ভর্তি হওয়ার পর পরে তা বাতিল করেছেন, তাদের অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। তবে যেসব শিক্ষার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন হয়নি, তারা এই আবেদনের সুযোগ পাবেন না।
আবেদনের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপলিকেন্ট লগইন অপশনে গিয়ে Masters Preli. (Regular) লগইন লিংকে প্রবেশ করতে হবে। সেখানে রোল নম্বর ও পিন দিয়ে প্রবেশ করলে আবেদনকারীর নামসহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। এরপর বিভাগ ও জেলা অনুযায়ী কলেজ সিলেকশন অপশনে গিয়ে পছন্দের কলেজ বেছে নিতে হবে। প্রতিটি কলেজের শূন্য আসনের তালিকা থেকে শিক্ষার্থী নিজের ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করতে পারবেন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি কলেজে পছন্দক্রমে বিষয় নির্বাচন করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন শেষে শিক্ষার্থীকে ফরমটি ডাউনলোড করে সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ আকারে সংরক্ষণ করতে হবে। তবে এটি কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই এবং কোনো ফি দিতে হবে না। একইভাবে রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করারও প্রয়োজন নেই। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ অপশনে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :