ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

ঢাকা পলিটেকনিক বিএনসিসি প্লাটুনে প্রি-ক্যাডেট ভর্তি ও ভিজিট প্রোগ্রাম সম্পন্ন

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫

ঢাকা পলিটেকনিক বিএনসিসি প্লাটুনে প্রি-ক্যাডেট ভর্তি ও ভিজিট প্রোগ্রাম সম্পন্ন

ছবিঃ আমার ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক বিএনসিসি প্লাটুনে প্রি-ক্যাডেট ভর্তি ও ভিজিট প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন (আর্মি উইং)-এর আয়োজনে  অত্র প্রতিষ্ঠানে “Pre-Cadet Admission and Visit Programme” অনুষ্ঠিত হয়। এ আয়োজনটি পরিচালনা করেন বিএনসিসি হেডকোয়ার্টার্স, রমনা রেজিমেন্টের মেজর আশরাফুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শাহেলা পারভীন, উপাধ্যক্ষ মো: হাবিবুর রহমান, পিইও মু: নেজাম উদ্দিন, এসআই, বিএসএম এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

ভবিষ্যৎ ক্যাডেটদের অনুপ্রেরণামূলক এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় সকলের সক্রিয় অংশগ্রহণে। অনুষ্ঠানে বক্তারা বিএনসিসির শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম গঠনে ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং নতুন প্রি-ক্যাডেটদের নিয়মিত প্রশিক্ষণ ও আত্মোন্নয়নে উৎসাহিত করেন।

আমার ক্যাম্পাস/আরমান খান ছামির

Link copied!