ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রার্থী দেবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫

খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রার্থী দেবে না এনসিপি

ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তাঁর নির্বাচনী এলাকায় কোনো মনোনয়ন দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণ-আন্দোলনের পর দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। খালেদা জিয়া পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন—এটি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের প্রতীক। তিনি বলেন, “আমরা ওনাকে সম্মান জানাই এবং তাঁর আন্দোলন-সংগ্রাম দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও দৃঢ় করেছে। তাই তাঁর আসনে আমাদের দল কোনো প্রার্থী দেবে না।”

তিনি আরও জানান, তারেক রহমানসহ বিরোধী রাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ নেতারা ভোটে দাঁড়াচ্ছেন—এটি এনসিপি স্বাগত জানায়। তাঁর ভাষায়, “তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নিলে আমরা সেটাকে স্বাগত জানাবো। একইভাবে জামায়াতে ইসলামীর আমির, এবি পার্টির মঞ্জু ভাই, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর—যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসঙ্গে ছিলেন, আমরা চাই তাদের সংসদে যেতে সহায়তা করতে।”

তিনি ইঙ্গিত দেন, বিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মের সমন্বিত শক্তি বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। “লড়াইটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাই আমাদের লক্ষ্য হচ্ছে যারা আন্দোলনে ছিলেন তাদের জন্য জায়গা তৈরি করা,” বলেন তিনি।

এদিকে, এনসিপির এই সিদ্ধান্তের পর জোট শরিকদের মধ্যে আসন সমন্বয় নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে। কয়েকটি দল নিজ নিজ আলোচনায় বসেছে বলেও জানা গেছে।

আমার ক্যাম্পাস

Link copied!