জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে রোভার স্কাউট ইউনিটকে একটি ফার্স্ট এইড বক্স উপহার দেওয়া হয়েছে। রোভার স্কাউটসের হাতে উপহারটি তুলে দেয় জনি শিবিরের অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন," বাসগুলোতে আমরা বিভিন্ন সময়ে ছোট-বড় দুর্ঘটনার খবর পাই,দুর্ঘটনা হরহামেশাই ঘটে থাকে। জবি শিবিরের পক্ষ থেকে খোঁজ নিয়ে জেনেছি প্রাথমিকভাবে চিকিৎসা করার কোনো উপাদান বাসগুলোতে নেই। সেজন্য আমরা জবি শিবিরের পক্ষ থেকে সবগুলো বাসে ফার্স্ট এইড বক্স উপহার দিচ্ছি। আমরা আশাকরি, জবিয়ানরা দূর-দূরান্তে জার্নি করার ক্ষেত্রে ফার্স্ট এইড বক্সের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে।শিক্ষার্থীদের কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা। "

              
                            
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :