ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের উদ্যোগে লতিফ ছাত্রাবাসে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের উদ্যোগে লতিফ ছাত্রাবাসে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে সোমবার (৩ নভেম্বর) লতিফ ছাত্রাবাস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। “পরিচ্ছন্নতা থেকে শুরু হোক শৃঙ্খলার যাত্রা” — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অভিযানের মূল লক্ষ্য ছিল একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত আবাসন পরিবেশ গড়ে তোলা। দীর্ঘদিন ধরে আবাসনের বিভিন্ন স্থান অপরিষ্কার ও আগাছায় ভরা থাকায় ছাত্রদলের সদস্যরা উদ্যোগ নিয়ে আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হাতে নেন। সকাল থেকেই তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন ও আগাছায় ভরা ছাত্রাবাস প্রাঙ্গণকে নতুন রূপে পরিচ্ছন্ন ও মনোরম করে তোলেন।

ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদের নেতৃত্বে সকাল থেকেই নেতা-কর্মীরা ঝাড়ু, কোদাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে অংশ নেন। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের মন ও চিন্তাকে নির্মল রাখে। ছাত্রাবাসকে নিজের ঘর মনে করে পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে ঢাকা পলিটেকনিক ছাত্রদল। এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আমার ক্যাম্পাস/আরমান খান ছামির

Link copied!