ক্যাম্পাসের জলাধারগুলোর জৈব বৈচিত্র্য রক্ষা, লেকগুলোর পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার এবং বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের জন্য পুষ্টির উৎস হিসেবে মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের লেকসমূহকে আরও প্রাণবন্ত, নান্দনিক ও কার্যকর করার পাশাপাশি টেকসই পরিবেশ ব্যবস্থাপনার দিকে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে পুরনো প্রশাসনিক ভবনের সামনের প্রধান লেকে প্রথম পর্যায়ের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ লেকে মোট ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে,পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক,নবনির্মিতব্য দশ তলা ছাত্রী হলসংলগ্ন লেক,নতুন কলা ভবনসংলগ্ন লেক।
প্রশাসনের আরও তথ্য অনুযায়ী, শুধু তেলাপিয়া নয়, পরবর্তী ধাপে বিভিন্ন স্থানীয় ও দেশীয় প্রজাতির মাছের পোনা ছাড়ার পরিকল্পনা রয়েছে, যা লেকগুলোর জীববৈচিত্র্য ও প্রজনন সক্ষমতা আরও বৃদ্ধি করবে। ভবিষ্যতে এই উদ্যোগকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে বিশেষায়িত মনিটরিং টিমও গঠন করা হবে।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে লেকগুলোতে ব্যাপক পোনা অবমুক্ত না হওয়ায় মাছের সংখ্যা হ্রাস পাচ্ছিল এবং জলাধারগুলোর স্বাভাবিক জৈব চক্র ব্যাহত হচ্ছিল। নতুন এ কর্মসূচি লেকগুলোকে পুনরুজ্জীবিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের লেকগুলোকে শিক্ষার্থীদের জন্য গবেষণা, পর্যবেক্ষণ ও পরিবেশবিষয়ক শিক্ষার উপযোগী ক্ষেত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।

              
                            
                            
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
                                          
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার মতামত লিখুন :