গত ২৮ই অক্টোবর ১৪তম ও ১৫তম ব্যাচের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ আয়োজন করে জবি শাখা ছাত্র শিবির। এখানে প্রায় ২০০ জন শিক্ষার্থীকে একাডেমিক কৃতিত্বের জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আজ ৪ই নভেম্বর নির্ধারিত সময়ের পরে রেজিষ্ট্রেশন করা ফিল্মের ৩ জনসহ মোট ২০ জন শিক্ষার্থীর হাতে নতুন করে অ্যাওয়ার্ড পৌঁছে দেয় জবি শিবির।
জবি শিবিরের অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন," মেরিট অ্যাওয়ার্ড প্রোগ্রামের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিই নি। আমরা আমাদের অফিসিয়াল পেইজে সবার জন্য রেজিষ্ট্রেশন লিংক দিয়েছিলাম।অনলাইনের মাধ্যমে যারা রেজিষ্ট্রেশন করেছে আমরা সবার জন্যই ক্রেস্টসহ অন্যান্য পুরস্কারের ব্যবস্থা করেছি।
যেই তিনটি বিভাগের ব্যাপারে বঞ্চিত হয়েছে মর্মে নিউজে প্রকাশ পেয়েছে, সেখানের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ১৪ ব্যাচের মৃত্তিকা আপু এবং আশিফুজ্জামান তানজির ভাই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং তানজির ভাই ক্রেস্টও পেয়েছেন। সবমিলিয়ে ফিল্ম এন্ড টেলিভিশনের ৪ জন এবং সঙ্গীত বিভাগের একজন রেজিষ্ট্রেশন করেছে,রেজিষ্ট্রেশন করে প্রোগ্রাম আসার পরেও কীভাবে বঞ্চিত হয় সেটা আমাদের বোধগম্য নয়।"

আপনার মতামত লিখুন :