খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্কুলে ‘ইয়ুথ ফর পলিসি’ এর উদ্যোগে “ঝরে পড়া কমায় শিক্ষার আলো ছড়ায়” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির লক্ষ্য ছিল ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার ধারায় ফিরিয়ে আনা এবং বাল্যবিবাহ সম্পর্কে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
এসময় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায় বলেন, কন্যা কোন বোঝা নয় কন্যা আমাদের সম্পদ যেমন আমাদের ছেলে সন্তানদের মতো। তিনি আরো বলেন বাল্যবিবাহ রোধে অভিভাবকদের ও সমাজের সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কন্যা সন্তানেরা শিক্ষা থেকে ঝরে না পড়ে।
এছাড়াও স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম বলেন, আমাদের আশেপাশের বন্ধুরা যদি কোন সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে আমরা তার সাথে কথা বলে সচেতনতা সৃষ্টি করতে পারি বা তার অভিভাবকের সাথে কথা বলে আর্থিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধি করতে পারি।
এছাড়াও অভিভাবকরা জানান, এই ধরনের কর্মসূচি আরো প্রয়োজন যেন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারে।

আপনার মতামত লিখুন :