ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ইবিতে তিন দিনব্যাপী এসপিএসএস কর্মশালা শুরু

ইবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

ইবিতে তিন দিনব্যাপী এসপিএসএস কর্মশালা শুরু

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের আয়োজনে ও ডেটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান StatX এর সহযোগীতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কোর্স ‘Applied Data Analysis with SPSS: A Hands-On Training Program’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিন দিনব্যাপী এই কোর্সটি শুরু হয়ে চলবে ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রশিক্ষণের অংশ হিসেবে থাকছে ১০ ঘণ্টার ব্যবহারিক সেশন, রেকর্ডেড ক্লাস, প্রয়োজনীয় মেটেরিয়ালস, সার্টিফিকেট ও একটি প্রজেক্ট সলভ।

কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন StatX'র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং রাবির বায়োইনফরমেটিক্স ল্যাব (Dry) এর গবেষণা সহকারী আব্দুল লতিফ। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ক্লাবটির সভাপতি জুনাঈদুল মুস্তফা, সাধারণ সম্পাদক সারোয়ার সাকিবসহ ক্লাবটির বিভিন্ন পার্যায়ের দায়িত্বশীলরা। এতে ৮২জন প্রশিক্ষণার্থী অংশ নেন বলে জানা গেছে। 

আয়োজকরা জানান, প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য–শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের ডেটা বিশ্লেষণ ও গবেষণায় এসপিএসএস (SPSS) সফটওয়্যারের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করা। এতে অংশগ্রহণকারীরা ডেটা এন্ট্রি, ক্লিনিং, বিশ্লেষণ, হাইপোথেসিস টেস্টিং এবং রিপোর্ট প্রস্তুতের প্রক্রিয়া হাতে-কলমে শিখছেন।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে গবেষণা, অ্যাকাডেমিক থিসিস, মার্কেট রিসার্চ ও সরকারি-বেসরকারি খাতে এসপিএসএস দক্ষতা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা ও ডেটা বিশ্লেষণে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।


সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফা বলেন,"আমাদের এই ৩ দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জন। ইবিতে ধারাবাহিকভাবে ৩ দিনব্যাপী কোনো হল রুম ব্যবহার করা কিছুটা জটিল হওয়ায় আমরা শুরুতেই আসন সংখ্যা সীমিত রেখেছিলাম। পরবর্তীতে অংশগ্রহণকারীদের আগ্রহ বিবেচনা করে কিছু অতিরিক্ত আসন যুক্ত করা হয়। আপনাদের বিপুল সাড়া ও আগ্রহ আমাদের সত্যিই মুগ্ধ করেছে। আপনাদের এই আন্তরিকতা ও উৎসাহ আমাদেরকে ভবিষ্যতে আরও মানসম্মত ও দক্ষতা উন্নয়নমূলক (Skill Development) প্রোগ্রাম আয়োজন করতে অনুপ্রাণিত করবে। এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্য মেম্বাররা এর পিছনে অনেক পরিশ্রম করেছেন।  এবং StaX এর সহযোগিতা আমাদের এই সেশনটি পরিচালনায় অনেক সাহায্য করেছে। এই ধরনের সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকলে আমরা নিয়মিতভাবেই এমন প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আয়োজন করব।"

আমার ক্যাম্পাস/মাহফুজুল হক পিয়াস

Link copied!