ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে বাসা বেঁধে থাকা কবুতর রান্না করে খাওয়ার অভিযোগ, হল সংসদের সতর্কবার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে বাসা বেঁধে থাকা কবুতর রান্না করে খাওয়ার অভিযোগ, হল সংসদের সতর্কবার্তা

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হলগুলোর একটি সলিমুল্লাহ মুসলিম হলের বিভিন্ন কর্নার ও ওয়াশরুমে বাসা বেঁধে থাকা কবুতরদের নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি পাওয়া অভিযোগ অনুযায়ী, কিছু শিক্ষার্থী বা অন্য কেউ ওই কবুতরদের ধরে নিয়ে রান্না করে খাচ্ছেন।

হল সংসদের সহ-সভাপতি মো. জায়েদুল হক, সাধারণ সম্পাদক সাদমান আবদুল্লাহ্ ও সমাজসেবা সম্পাদক মো. মোজাম্মেল হক এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সতর্ক করেছেন। তারা বলেছেন,

“সলিমুল্লাহ মুসলিম হলের কবুতরগুলো হলের সৌন্দর্য ও সম্পদ। এসব প্রাণীকে ধরে নিয়ে রান্না করা ও খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, কোনো প্রাণী বা পাখি হত্যা, ধরার চেষ্টা, বিক্রি বা খাওয়া সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় শাস্তির যোগ্য।”

হল সংসদ জানিয়েছে, তারা এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করবে এবং হল প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সকল শিক্ষার্থীকে এই বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই সতর্কবার্তার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল সংসদ একই সঙ্গে পরিবেশ ও প্রাণী সংরক্ষণে গুরুত্ব আরোপ করেছে এবং এই ধরনের অপরাধ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!