‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। এতে মোড়ের একাংশে যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট পর্যায়ের পাঠদান বন্ধের কথা বলা হয়েছে। এতে কলেজটির শতবর্ষী ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করেন। তাই আইনটি সংশোধনের দাবিতে তারা রাজপথে নেমেছেন।
এর আগে, রোববার (১২ অক্টোবর) একই দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছিলেন।
সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। সেই শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার দাবিতেই তাদের এই আন্দোলন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নাম প্রস্তাব করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
আপনার মতামত লিখুন :