ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

ফুটপাতের দোকানকে কেন্দ্র করে নিলক্ষেতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫

ফুটপাতের দোকানকে কেন্দ্র করে নিলক্ষেতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর নিলক্ষেত এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে প্রায় আড়াই ঘণ্টা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

নিউমার্কেট ও নিলক্ষেত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে সংঘর্ষের পর ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা একে অপরকে দায়ী করেন এবং পুলিশের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হবে আসলে কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত সাংবাদিককে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বর্তমানে নিলক্ষেত ও আশপাশের এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!