খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিরোধীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি আন্দোলনকালীন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ভূমিকা পর্যালোচনা করবে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে সদস্য-সচিব করা হয়েছে। সিন্ডিকেটের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই ২০২৪ সালের আন্দোলনকালীন বিরোধীদের কর্মকাণ্ড-সংক্রান্ত সব ধরনের প্রমাণাদি—যেমন নথি, ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র—আগামী ২৮ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ছাত্র বিষয়ক দপ্তরে জমা দিতে হবে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, “আমরা এখন প্রাথমিক তথ্য সংগ্রহের পর্যায়ে আছি। সব তথ্য যাচাই-বাছাই করে নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি করা হবে। লক্ষ্য একটাই—বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা, সুশাসন ও ন্যায্যতা নিশ্চিত করা।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ওই সময় কিছু শিক্ষক ও কর্মকর্তার ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে বিরোধীদের ভূমিকা নিরূপণ ও ভবিষ্যতে প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :