ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

এইচএসসিতে কম জিপিএ পাওয়ায় মায়ের বকাঝকা, নিজেকে শেষ করে দিলেন ইকরা

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫

এইচএসসিতে কম জিপিএ পাওয়ায় মায়ের বকাঝকা, নিজেকে শেষ করে দিলেন ইকরা

প্রতিকী ছবি

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়ায় মায়ের বকাঝকার পর অভিমানে আত্মহত্যা করেছেন ইকরা তারাবী খান (১৮) নামে এক কলেজছাত্রী। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকার নিজ বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইকরা মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি তৌহিদুর রহমান খানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় ইকরা জিপিএ ৩.৫ পেয়েছিলেন। ফলাফল আশানুরূপ না হওয়ায় তার মা বকাঝকা করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ইকরা। কিছুক্ষণ পর অভিমানে বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ইকরার মামা তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “ফল খারাপ হওয়ায় ওর মা একটু বকা দিয়েছিল। তারপরই ওর এমন প্রতিক্রিয়া। আমরা বুঝতেই পারিনি সে এতটা ভেঙে পড়েছে।”

অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহজাহানপুর থানাকে অবহিত করা হয়েছে।

মনোবিজ্ঞানীরা বলছেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সংবেদনশীল হতে হবে। পরীক্ষার ফলাফল জীবন-মৃত্যুর বিষয় নয়—এই বার্তাই শিশু ও কিশোরদের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

আমার ক্যাম্পাস

Link copied!