ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ইডেন মহিলা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগনেত্রী রিভার জামিন আদেশ ২৬ অক্টোবর

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫

ইডেন মহিলা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগনেত্রী রিভার জামিন আদেশ ২৬ অক্টোবর

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন আবেদনের ওপর আদেশের জন্য আগামী ২৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষকে রিভার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ উপস্থাপনের নির্দেশ দেন আদালত।

রিভার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

মামলার তথ্য অনুযায়ী, তামান্না জেসমিন রিভা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯–১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ এক যুগ ধরে তিনি কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করতেন। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গত ১৫ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

সূত্র জানায়, জুলাইয়ের আন্দোলনের সময় রিভা নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি প্রকাশ্যে আর দেখা দেননি।

আমার ক্যাম্পাস

Link copied!