সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ৪২ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতের এ ঘটনার পর শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাচিচ এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে কয়েক হাজার মানুষ নোভি সাদ শহরে জড়ো হয়ে আগাম নির্বাচনের দাবিতে সমাবেশ করে। শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া এ আন্দোলনটি গত বছরের নভেম্বর থেকে শুরু, যখন শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হন। ওই দুর্ঘটনার জন্য দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করে স্বচ্ছ তদন্তের দাবিতে আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে আন্দোলনটি আগাম নির্বাচনের দাবিতে রূপ নেয়।
শুক্রবারের সমাবেশে বিক্ষোভকারীরা বড় ব্যানার টানেন, যেখানে লেখা ছিল—“শিক্ষার্থীদের একটাই জরুরি দাবি: নির্বাচন দিতে হবে।” সমাবেশ শেষে তারা শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে। অপরদিকে বিক্ষোভকারীরা পুলিশের দিকে আগুন, বোতল ও পাথর নিক্ষেপ করেন বলে স্থানীয় সংবাদ সংস্থা বেটা জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাচিচ বলেন, পুলিশের ওপর হামলা ছিল “ভয়াবহ ও পরিকল্পিত”, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করা। তার দাবি, দর্শন অনুষদের সামনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আগুন, লাঠি ও বোতল ছুড়ে মেরেছে।
অন্যদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্দোলনকারীদের ওপর পুলিশের বর্বর আচরণের প্রমাণ মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিরস্ত্র বিক্ষোভকারীদের পেটাচ্ছে পুলিশ এবং আটক অবস্থায় কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ শুক্রবার রাতে অভিযোগ করেন, আন্দোলনকারীরা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করছে এবং নোভি সাদ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ দখল করতে চেয়েছিল। তিনি সতর্ক করে বলেন, “সার্বিয়ার জনগণকে জানতে হবে, রাষ্ট্র সবার চেয়ে শক্তিশালী এবং সেটিই সব সময় সত্য থাকবে।”
এদিকে চলমান আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং সরকার পতন ঘটেছে। তবে প্রেসিডেন্ট ভুচিচ এখনো আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, এ আন্দোলন বিদেশি ষড়যন্ত্রের অংশ, যেখানে লক্ষাধিক মানুষকে যুক্ত করা হয়েছে।
রোববার সার্বিয়াজুড়ে সরকারপন্থী সমাবেশ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভুচিচ।
আপনার মতামত লিখুন :