ঢাকা বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫

নোবিপ্রবিতে কৃষি ও মৎস্য গবেষণা নিয়ে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫

নোবিপ্রবিতে কৃষি ও মৎস্য গবেষণা নিয়ে ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ছবিঃ আমার ক্যাম্পাস

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস  (BAS) এর সহযোগিতায় এবং নোবিপ্রবি এগ্রিকালচার ও ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের যৌথ আয়োজনে  BAS-USDA Endowment Program (6th Phage Project)’ শীর্ষক এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।  

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এর সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস এর ফেলো ড. আবদুল লতিফ ও অধ্যাপক ড. আবু তৈয়্যব আবু আহমেদ।

ওয়ার্কশপে ফেলোশিপ প্রাপ্ত দুজন কি নোট স্পিকার তাদের প্রজেক্ট সম্পর্কিত গবেষণালব্ধ তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তারা হলেন নোবিপ্রবি ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ও প্রজেক্টের পিআই ড. মো. জাহাঙ্গীর সরকার এবং এগ্রিকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রজেক্টের পিআই ড. মেহেদি হাসান রুবেল।

আমার ক্যাম্পাস/ইসমাইল হোসেন শাওন

Link copied!