রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, চিকিৎসার নিশ্চয়তা ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহীদ আবু সাঈদ গেটের সামনে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী ফারজানা রাকার পায়ের উপর দিয়ে একটি মিনি ট্রাক উঠে যায়। এতে তিনি আহত হন। পরে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। পরে সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাত দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে আমাদের বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শহীদ আবু সাঈদ গেট সরাসরি এই মহাসড়কের সঙ্গে যুক্ত। অনেক শিক্ষার্থী সরদারপাড়া এলাকার মেস-হোস্টেলে থাকেন, তাদের প্রতিদিনই এই রাস্তা পেরোতে হয়। ২০২৩ সালে এখানেই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছিলেন। আমরা তখনই ফুটওভার ব্রিজের দাবি তুলেছিলাম, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আজ আবারও দুর্ঘটনা প্রমাণ করল—একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।”
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিনহাজ বলেন, “১ নম্বর গেটের পাশ দিয়ে সব সময় যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। স্পিড ব্রেকার থাকলেও অনেক সময় তা কার্যকর হয় না। তাই দুর্ঘটনা ঘটে। যদি এখানে একটি ফুটওভার ব্রিজ হয়, তাহলে শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পার হতে পারবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান জানান, “শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আজ থেকে এখানে ২৪ ঘণ্টা ট্রাফিক পুলিশ থাকবে। রোড ডিভাইডার দেওয়া হবে। পাশাপাশি দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।”
আপনার মতামত লিখুন :