জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) সকল তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া তার লিখিত আবেদনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণকে অব্যাহতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে তিনি জানান,' দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করতে গিয়ে একদিকে যেমন শারীরিক-মানসিক চাপ বাড়ছে, অন্যদিকে তা আর সামলানো তার জন্য কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় বিভাগের ভবিষ্যৎ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোকে প্রয়োজন মনে করেছেন।ভবিষ্যতে তার সম্মতি ছাড়া তাকে যেনো আর কোনো তদন্ত কিংবা অন্যকোনো কমিটিতে অন্তর্ভুক্ত করা না হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে বর্তমান প্রশাসনের সময় পর্যন্ত বিভিন্ন তদন্ত কমিটিতে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। বিভিন্ন সময়ে প্রশাসন তার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছে, তার জন্য তিনি আনন্দিত হলেও বর্তমানে এসব তদন্ত কমিটির কাজ করতে সম্পূর্ণভাবে অপারগতা প্রকাশ করছেন।'
অধ্যাপক ড. মো হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) তার আবেদনে উল্লেখ করেন, তদন্ত কমিটির কোনো নথিপত্র তার কাছে নেই,সংশ্লিষ্ট সদস্য সচিবের নিকট তা সংরক্ষিত রয়েছে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন,'আবেদনপত্র আমাদের হাতে এসেছে।অব্যাহতি আবেদনটি পরবর্তী আলোচনায় সিদ্ধান্ত নেয়া হবে।'

আপনার মতামত লিখুন :