ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৯ অক্টোবর দুপুর ১২টায় এবং শেষ হবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এবারও দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না।
‘খ’ ইউনিটের আওতায় রয়েছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের মোট ৩টি অনুষদ এবং ৪১টি বিভাগ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—সব বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে আবেদন করতে পারবেন।
পরীক্ষার কাঠামো ও নম্বর বণ্টন:
ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে এমসিকিউ ৬০ নম্বর ও লিখিত পরীক্ষা ৪০ নম্বর।
-
এমসিকিউ অংশে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান ৩০ নম্বরের প্রশ্ন থাকবে।
-
লিখিত অংশে বাংলা ২০ ও ইংরেজি ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
চূড়ান্ত ফল তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-এর ওপর ভিত্তি করে ২০ নম্বর যোগ করা হবে। এমসিকিউ অংশে ন্যূনতম ২৪ নম্বর এবং লিখিত অংশে অন্তত ১২ নম্বর পেলে পাস হিসেবে গণ্য হবে। প্রতি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর।
আবেদন ফি ও পদ্ধতি:
‘খ’ ইউনিটের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০৫০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর। আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে: https://admission.eis.du.ac.bd।
আপনার মতামত লিখুন :