ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সায়েন্সল্যাবে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫

সায়েন্সল্যাবে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন মিরপুর সড়কে এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। প্রথমে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে পাল্টা প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।

দুপুরের দিকে আইডিয়াল কলেজের প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের পাশে সংঘর্ষের উদ্দেশ্যে জড়ো হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিলে শিক্ষার্থীরা তা অমান্য করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

চোখের সামনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় দোকান কর্মচারীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। পুলিশ মিরপুর সড়ক ধরে ধাওয়া দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এসময় শিক্ষার্থীরা দৌড়ে আশেপাশের গলিতে ঢুকে পড়ে। বেশিরভাগ শিক্ষার্থী গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে আশ্রয় নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংঘর্ষ চলাকালে সায়েন্সল্যাব থেকে মিরপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে ধানমন্ডি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আগের একটি বিরোধ থেকেই আজকের ঘটনাটি ঘটেছে। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে এলাকা স্বাভাবিক আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্তের কাজ চলছে। প্রয়োজন হলে উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করা হবে।

এদিকে সংঘর্ষের ঘটনায় স্থানীয়রা আতঙ্ক প্রকাশ করেছেন এবং শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি এভাবে রাস্তায় নেমে সহিংসতা করে, তাহলে এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

আমার ক্যাম্পাস

Link copied!