ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

জামায়াতের ভোট সর্বোচ্চ ১০-১২ শতাংশ, ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: বিএনপির এমপি প্রার্থী

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫

জামায়াতের ভোট সর্বোচ্চ ১০-১২ শতাংশ, ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: বিএনপির এমপি প্রার্থী

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম বলেছেন, দেশে জামায়াতে ইসলামীর ভোটসংখ্যা সর্বোচ্চ ১০ থেকে ১২ শতাংশ, যা দিয়ে এককভাবে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাচোল উপজেলার খসলি বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।

আশরাফ হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জামায়াতে ইসলামী দলটি আমাদের কর্মকাণ্ডে বাধা দিতে চাইছে। আমরা হিসেব করে দেখেছি, সারাদেশে তাদের সর্বোচ্চ ভোট ১০ থেকে ১২ শতাংশ। তাই তারা পিআর নির্বাচন চান, যা দেশের সাধারণ মানুষ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও বলেন, “বিএনপিকে নারী-পুরুষ, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ পছন্দ করে। এমনকি নারীরাও বিএনপির প্রতি আস্থা রাখে। তাই বিএনপির বিজয় নিশ্চিত—এ বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!