ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জামায়াতের বিক্ষোভ মিছিল : বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

জামায়াতের বিক্ষোভ মিছিল : বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনগামী ত্রাণবাহী জাহাজ বহরে হামলা ও বিশ্ব মানবাধিকারকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিকে ঘিরে পল্টন মোড় ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট ও আশপাশ ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশের এপিসি ও জালকামান ভ্যান। মসজিদের প্রতিটি প্রবেশপথে রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। মুসল্লিদের ব্যাগ তল্লাশি করা হলেও খালি হাতে প্রবেশকারীদের বাধা দেওয়া হচ্ছে না।

এলাকায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাদ জুমা অনুষ্ঠিতব্য বায়তুল মোকাররমের উত্তর পাদদেশের সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরের অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন।

আমার ক্যাম্পাস/এ এস

Link copied!