গাজার জনগণের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার। তার নেতৃত্বাধীন সংস্থা ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে রুহি লোরেন জানিয়েছেন, তিনি ‘সামারটাইম জং’ নামের একটি জাহাজে অবস্থান করছেন, যা ফ্লোটিলার অন্যান্য নৌযানের ঠিক পেছনে রয়েছে। তিনি লিখেছেন, “আমরা চরম অনিশ্চয়তার মধ্যে হলেও দৃঢ়প্রতিজ্ঞা এবং আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। নৌবহরের এই দলটি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার শেষ চেষ্টা চালাচ্ছে, ইসরায়েলি বাধা উপেক্ষা করে।”
রুহি লোরেনের এই যাত্রা আন্তর্জাতিকভাবে ফ্লোটিলার মানবিক উদ্দেশ্যকে তুলে ধরেছে, যেখানে গাজাবাসীর জন্য খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া প্রধান লক্ষ্য।
আপনার মতামত লিখুন :