ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবিতে ‘প্রতিবর্তন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুবি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫

কুবিতে ‘প্রতিবর্তন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

ছবিঃ আমার ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ যাত্রার একবছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নীল বাস রাখার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, “প্রতিবর্তনের প্রথম বর্ষপূর্তি আমাদের সাংস্কৃতিক পথচলার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। গান, নাচ ও সংস্কৃতির চর্চাই তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে। এই কনসার্ট শুধু বিনোদন নয়, ক্যাম্পাসে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তাও ছড়িয়ে দিচ্ছে।”

তিনি এ আয়োজনে সহযোগিতার জন্য এয়ারটেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, সাবেক ও বর্তমান সদস্য এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পরিবেশিত হয় প্রতিবর্তনের উদ্বোধনী নৃত্যসহ প্ল্যাটফর্ম, গন্তব্যহীন ও আফটারম্যাথ ব্যান্ডের গান।

আমার ক্যাম্পাস/ফয়সাল

Link copied!