ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

জিয়া হলেও হারলেন আবিদ, চারগুণ বেশি ভোট পেলেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫

জিয়া হলেও হারলেন আবিদ, চারগুণ বেশি ভোট পেলেন সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। এই হলে তিনি ৮৪১ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট। এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ১৫৩ ভোট এবং বাগছাস সমর্থিত আব্দুল কাদের ৪৭ ভোট পেয়েছেন।

জিয়া হলে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শামীম ১৪১ ভোট এবং জামাল উদ্দীন খালিদ ২২ ভোট পেয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!