মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন হামীম। তিনি জানিয়েছেন, “আজকের ভোটানুষ্ঠান মোটের ওপর উৎসবমুখর হলেও কিছু কেন্দ্রে অনিয়ম লক্ষ্য করা গেছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিন ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।”
হামীম আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।”
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময়ই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকব, পাশে থাকব।”
এর আগে পৃথক পোস্টে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। আমি এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করছি।”
রাত পৌনে ২টা থেকে বিভিন্ন হলে পৃথকভাবে ফলাফল ঘোষণা শুরু হয়।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।
মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।
আপনার মতামত লিখুন :