ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী সাদিক কায়েম।
সর্বশেষ ঘোষিত ফজলুল হক মুসলিম হলের ফলাফলে দেখা যায়, সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৮১ ভোট।
একই হলে সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ ৪৮৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। বাগছাসের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৩৪৫ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ২২৮ ভোট, ফলে তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন।
এছাড়া এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মুহা. মহিউদ্দিন খান পেয়েছেন ৭০৫ ভোট।
আপনার মতামত লিখুন :