জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) জবি উপাচার্যের কনফারেন্স রুমে মাদকবিরোধী প্রচারণা কমিটির তত্ত্বাবধানে এবং মাদকবিরোধী ফোরামের আয়োজনে ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী প্রচারণা কমিটির আহ্বায়ক ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।
আরও উপস্হিত ছিলেন, মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক জীবন মিয়া,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠ তিনজনকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রথম স্থান অর্জন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুজ্জামান লিমন। তার স্লোগান ছিলো “মাদক ছেড়ে বই পড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি”। দ্বিতীয় স্থান অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের মোস্তাফিজুর রহমান। তৃতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের কনিকা রাণী।
বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “মাদককে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “সমালোচনা আসলেও মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে হবে অব্যাহতভাবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।”
জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “যুব সমাজকে যদি মাদকের অপশক্তি থেকে দূরে রাখতে না পারি, তবে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। অনেক সময় দেখা যায়, কেউ কেউ মাদক বিষয়ে উৎসাহ প্রদান করে বা প্ররোচিত করে অন্যের জীবন ধ্বংস করছে এটি চরম অন্যায়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাইকে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে, তাহলেই আমরা একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারবো।”

 
               
                             
                             
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
                                           
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :