হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির নির্ধারিত মিটিং আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানকে পাওয়া যায়নি।
সাংবাদিক সমিতির সদস্যরা জানান, সকাল থেকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে সরাসরি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের অফিসে গিয়ে খোঁজ নেওয়া হলে জানা যায়, তিনি আজ অফিসে উপস্থিত হননি।
এ বিষয়ে সাংবাদিক সমিতির একজন সদস্য বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত সংগঠন হয়েও বারবার অবহেলার শিকার হচ্ছি। নির্ধারিত সময় অনুযায়ী মিটিংয়ের প্রস্তুতি নেওয়া হলেও অ্যাডভাইজর স্যারকে পাওয়া যাচ্ছে না।"
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক প্রফেসর নিজাম উদ্দিন জানান, স্যার জরুরী কাজে ঢাকায় গেছেন।
প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহা জানান, আজকে সাংবাদিকদের সাথে মিটিং করার কথা ছিল কিন্তু স্যার দিনাজপুরের বাইরে থাকায় বিড়ম্বনা দেখা দিয়েছে।
সাংবাদিকরা মনে করছেন, প্রশাসনের সঙ্গে সমন্বয়হীনতা ও অবহেলা তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তারা দ্রুত সময়ের মধ্যে অ্যাডভাইজরের সঙ্গে যোগাযোগ স্থাপন ও মিটিংয়ের নতুন সময় নির্ধারণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :