সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম পুরো পৃথিবীকে এক বিশাল আনফিল্টারড নিউজরুমে পরিণত করেছে। এখন তথ্য প্রকাশের তাড়না এত বেশি যে, মানুষ যাচাইয়ের আগেই সংবাদ ছড়িয়ে দেয়। তাঁর ভাষায়, “আজকের দিনে ‘ভাইরাল’ শব্দটি ‘ভেরিফিকেশন’ শব্দটাকে মেরে ফেলেছে।”
রবিবার (২৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজিত ‘যা সম্পাদিত না, তা সংবাদ নয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “একসময় সংবাদপত্রের বিশ্লেষণ ও সম্পাদনার ওপরই পাঠকের আস্থা ছিল। যেমন বিচারপতি শাহাবুদ্দিনের সময় অনেকেই শুধুমাত্র অবজারভার পত্রিকাই পড়তেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেন। এখন অ্যালগরিদমই সম্পাদকের জায়গা দখল করেছে— এটি সাংবাদিকতার জন্য ভয়ংকর সংকেত।”
খালেদ মহিউদ্দিন মনে করেন, সংবাদ হতে হলে সেটি অবশ্যই সম্পাদিত হতে হবে, তবে শুধু সম্পাদনা করলেই সংবাদ তৈরি হয় না— এর পেছনে যাচাই, বিশ্লেষণ ও দায়বদ্ধতার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, “এই তথ্যপ্রযুক্তির যুগ মানবসভ্যতার চাকা আবিষ্কারের যুগের মতোই বিপ্লবী। সাংবাদিকরা যদি এখনই পুনর্বিবেচনা না করেন, কী দিচ্ছেন পাঠকদের— তাহলে সাংবাদিকতা দ্রুত প্রাসঙ্গিকতা হারাবে।”
রিপোর্টার ও সম্পাদকের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “টেলিভিশন সাংবাদিকতার যুগে এ দুই পক্ষের ক্লাসিক বিতর্ক কিছুটা ম্লান হলেও রিপোর্টাররাই পূর্ণাঙ্গ সাংবাদিক। কারণ সংবাদ সংগ্রহের দায়িত্ব তাঁরাই পালন করেন; রিপোর্টার না থাকলে কোনো খবরই প্রকাশ পেত না।”

আপনার মতামত লিখুন :