ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ঢাকা পলিটেকনিকে পরিচ্ছন্নতা সচেতনতায় কারিগরি ছাত্র আন্দোলনের উদ্যোগ

ঢাকা পলিটেকনিক প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

ঢাকা পলিটেকনিকে পরিচ্ছন্নতা সচেতনতায় কারিগরি ছাত্র আন্দোলনের উদ্যোগ

ছবিঃ আমার ক্যাম্পাস

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ ১৬ অক্টোবর (রবিবার) সকাল ১০টায় সংগঠনের সভাপতি মো. মাশফিক ইসলাম দেওয়ান ও দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমেদ এর নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেয় সংগঠনের অন্যান্য সদস্যরা।

কার্যক্রমে অংশগ্রহণকারীরা পথচারী ও দোকানদারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ক্যাম্পাসের পরিবেশ পরিষ্কার রাখতে তাদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা দোকানদারদের অনুরোধ করেন যেন দোকানের আবর্জনা রাস্তার পাশে বা খোলা স্থানে না ফেলে নির্ধারিত স্থানে রাখেন।

সভাপতি মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “আমরা চাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার জায়গা নয়, পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের উদাহরণ হোক। প্রত্যেকে নিজের আশপাশ পরিষ্কার রাখলে গোটা সমাজই বদলে যাবে।”

দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ বলেন, “পরিচ্ছন্ন ক্যাম্পাস মানে পরিচ্ছন্ন মন ও দায়িত্বশীল সমাজ। আমরা নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করব, যাতে সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হয়।”

অভিযানের মাধ্যমে ক্যাম্পাসের আশপাশের এলাকা আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। তারা জানান, এমন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে উঠবে। ক্যাম্পাস প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ তরুণদের সামাজিক নেতৃত্ব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

আমার ক্যাম্পাস/আরমান খান ছামির

Link copied!