ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আগের নিয়মে ফিরছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, নম্বর থাকছে ২০০

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫

আগের নিয়মে ফিরছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, নম্বর থাকছে ২০০

ছবিঃ সংগৃহীত

২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আবারও ২০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিখিত (এমসিকিউ) পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ওপর ভিত্তি করে দেওয়া হবে আরও ১০০ নম্বর।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া সভা শেষ হয় রাত সাড়ে ৭টায়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তবে তিনি পুরো সময় উপস্থিত না থাকায় সভার রেজ্যুলেশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা যায়নি। সিদ্ধান্তগুলো সোমবার বা বুধবারের মধ্যে অনুমোদন হওয়ার কথা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, গত শিক্ষাবর্ষে (২০২৪–২৫) সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল মোট ১৫০ নম্বরে—এমসিকিউ ১০০ ও জিপিএর জন্য ৫০ নম্বর। এবার আবারও আগের নিয়মে ফিরে জিপিএর মান নির্ধারণ করা হচ্ছে ১০০ নম্বরের ভিত্তিতে।

তিনি জানান, এবার একজন শিক্ষার্থীর এসএসসির জিপিএকে ৮ দিয়ে এবং এইচএসসির জিপিএকে ১২ দিয়ে গুণ করে নম্বর নির্ধারণ করা হবে। আগের বছর এই হিসাব ছিল যথাক্রমে ৪ ও ৬ গুণ।

ভর্তি আবেদন প্রক্রিয়ায় নতুনভাবে তিনটি অপশন রাখা হচ্ছে—শুধু মেডিকেল, শুধু ডেন্টাল এবং মেডিকেল+ডেন্টাল। কোনো শিক্ষার্থী যদি শুধু মেডিকেল অপশন বেছে নেয়, তার জন্য ৩৭টি সরকারি মেডিকেল কলেজ দেখাবে। ডেন্টাল অপশন নিলে দেখাবে ৯টি ডেন্টাল কলেজ ও ইউনিট। আর মেডিকেল+ডেন্টাল বেছে নিলে মোট ৪৬টি প্রতিষ্ঠান থেকে পছন্দক্রম দিতে পারবে।

সভায় আরও জানানো হয়, মানহীন বা অপ্রস্তুত কিছু মেডিকেল কলেজের আসন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি কলেজে ৪০৮টি এবং বেসরকারি কলেজে ৪০৮টি—মোট ৮১৬টি আসন কমানো হয়েছে। এই সংখ্যা পরবর্তীতে পরিবর্তিতও হতে পারে।

নতুন ভর্তি নীতিমালায় জিপিএর যোগ্যতার মানও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে সর্বনিম্ন জিপিএ ৮.৫ থাকতে হবে। তবে আলাদাভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এবং জীববিজ্ঞানে অন্তত জিপিএ ৩.৫ থাকতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নতুন নিয়মে ভর্তি পরীক্ষা আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে। আগের মতো পূর্ণাঙ্গ ২০০ নম্বরের মূল্যায়ন শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমার ক্যাম্পাস

Link copied!